লাইব্রেরী ও খেলার মাঠ

. লাইব্রেরী: ভিন্ন ০১টি কক্ষ আছে যাহার দৈর্ঘ্য ৩১ ফিট প্রস্থ ০৯ ফিট   এবং সহকারী শিক্ষক  (গ্রেন্থাগার ও তথ্য বিজ্ঞান) দ্বারা সেটির বিভিন্ন প্রকারের   প্রায় ২১৫১ টি বই রয়েছে।

. খেলার মাঠ : বিদ্যালয় মূল ভবনের উত্তর পার্শ্বে পূর্ব পশ্চিম লম্বা একটি খেলার মাঠ আছে  যার দৈর্ঘ ১৬০ ফিট প্রস্থ ১৩৬ ফিট।  সেখানে বিভিন্ন সময়ে ফুটবল। ভলিবল ও ক্রিকেট খেলা অনুপস্থিত হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে গ্রীষ্ম কালীন ও শীতকলীন ক্রীড়া প্রতিযোগিতার ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়।